1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে এনসিপির পদ ছাড়লেন সবুজ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে এনসিপির পদ ছাড়লেন সবুজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে
বেলাল হোসেন সবুজ

সিরাজগঞ্জ প্রতিনিধি || জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন বেলাল হোসেন সবুজ। নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপি সদস্য সচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের কাছে পদত্যাগপত্রে সবুজ নিজের এ সিদ্ধান্ত জানান।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়।

পদত্যাগপত্রে সবুজ উল্লেখ করেন, “আমি বেলাল হোসেন সবুজ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। সম্প্রতি সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই সিরাজগঞ্জ আসতেন, তখনই আমাকে ডাকতেন। আমি ব্যবসার পাশাপাশি তাদের সঙ্গে সময় দিতাম। তাদের কর্মকাণ্ডে বেকআপ দিতাম। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আমি ফেসবুক পোস্টে দেখলাম সিরাজগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আমাকে অবগত না করে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।”

“সংগঠনের কমিটি গঠন করতে হলে তো আলোচনা করা দরকার। অথচ আমার সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা না করেই কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেকে কখনো কোন সংগঠনের সঙ্গে জড়াতে চাই না। এজন্যই ব্যক্তিগত কারণে আমি এনসিপির সিরাজগঞ্জের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

এনসিপির সিরাজগঞ্জ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার বলেন, “রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। একজন যদি পদে না থাকতে চান, তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়।”

বুধবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT