1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তৃতীয় দিনেও ফরিদপুরে সড়ক অবরোধ চলমান - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

তৃতীয় দিনেও ফরিদপুরে সড়ক অবরোধ চলমান

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে
গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ ও সুয়াদি এলাকায় প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে রাখেন। একই সময়ে, ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, হামিরদী এবং নওয়াপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় শত শত যানবাহন আটকা পড়েছে।

আন্দোলনকারী মঞ্জুর হোসেন বলেন, “নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে যে গেজেট প্রকাশ করেছে, তা আমরা কোনোভাবেই মানব না। আমাদের মূল দাবি, ভাঙ্গা যেন ভাঙ্গাতেই থাকে।”

অপর আন্দোলনকারী আক্তার হোসেন বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে জীবন দেব কিন্তু অবরোধ তুলব না।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, “ভোর থেকেই দুটি মহাসড়কে বিপুল সংখ্যক মানুষ সড়ক অবরোধ করে রেখেছেন। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা সড়ক ছাড়বেন না।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দাখিল করে প্রতিবাদ জানিয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT