1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লক্ষ্মীপুরে অগ্নিসংযোগে শিশু মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের শোক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান রুহুল কবির রিজভীর প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন শনাক্ত, গ্রেপ্তার করা হবে : সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ঢাবির মুজিব হলের নাম ‘শহীদ ওসমান হাদি’ করার উদ্যোগ, ঘেরাও কর্মসূচির ঘোষণা কনওয়ে-ল্যাথামের বিশ্বরেকর্ড আর উইন্ডিজের সামনে অসম্ভবের পাহাড় মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান হাদীর সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি ভিত্তিহীন: পুলিশ সাড়ে ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন ম্যানসিটির শীর্ষে ওঠার দিনে রোনালদোকে ছাড়াল হালান্ড বিরল ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে দুবাই

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগে শিশু মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুর মৃত্যুকে গভীর উদ্বেগ ও শোকের সঙ্গে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে ভয়াবহ আগুন লাগে। এতে তার ৮ বছর বয়সী কন্যা মোসা. আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া ওই ঘটনায় বেলাল হোসেন নিজে এবং তার আরো দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর দগ্ধ হন। দগ্ধ দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস ও কাপুরুষোচিত ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে নিষ্পাপ শিশু আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং তার পরিবারের সদস্যদের গুরুতর দগ্ধ হওয়ার ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।”

মির্জা ফখরুল আরো বলেন, এই ধরনের ঘটনা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের নৃশংসতা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।”

বিএনপি মহাসচিব অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি নিহত শিশু আয়শা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT