1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দুষ্কৃতকারীরা ধরা পড়ে না কেন, পুলিশের কাছে রিজভীর প্রশ্ন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দুষ্কৃতকারীরা ধরা পড়ে না কেন, পুলিশের কাছে রিজভীর প্রশ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুরের বানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটায় জেলা বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দেন রুহুল কবীর রিজভী

লক্ষ্মীপুর প্রতিনিধি || দুষ্কৃতকারীরা সারাদেশে রক্তপাত করছে, কিন্তু তারা ধরা পড়ছে না কেন? আগে তো এমন ছিল না, অপরাধ ঘটার কয়েকদিনের মধ্যেই ধরা পড়ত। এখন কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন প্রশ্ন রেখে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটায় জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে রিজভী বলেন, ‍“আমি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি-তৎপর হন। না হলে আপনাদের বিরুদ্ধেই সন্দেহ দানা বাধবে। কারণ, আপনারা নিষ্ক্রিয় থাকলে অপরাধীরা পার পেয়ে যাবে এবং দেশে অন্ধকার নেমে আসবে।”

তিনি বলেন, “বিএনপি অসহায়দের পাশে হিমালয়ের মতো প্রাচীর হয়ে থাকবে। যাতে কোনো দুষ্কৃতকারী আর গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে- আমরা সে ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ।”

বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতা, রক্তপিপাসা এবং বিকৃত চেতনা গোটা বাংলাদেশকে এক সময় মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতা পুলিশের গুলির মুখে জীবন দিয়ে শেখ হাসিনার মতো দানবীক শাসককে বিতাড়িত করেছিল।”

তিনি বলেন, “তারা থেমে নেই। তারা এখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিচ্ছে না। যারা তাদের আশ্রয় দিয়েছে, সেখান থেকেই দুধ-কলায় পুষে এখন আবার ষড়যন্ত্রের সুতার টান দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি, ঢাকায় ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে শিশুকে হত্যা- সব একই সূত্রে গাঁথা।”

সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে, রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বেলাল কান্নায় ভেঙে পড়েন এবং দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

কয়েকদিন আগে বিএনপি নেতা বেলালের ঘরে গভীর রাতে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই মারা যায় তার ৭ বছরের শিশু আয়েশা। বেলাল ও তার দুই মেয়ে এখন ঢাকায় ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো মামলা হয়নি, অপরাধীরা গ্রেপ্তার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT