1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শুভর সঙ্গে প্রেম ভাঙা নিয়ে বিন্দু কী বললেন? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শুভর সঙ্গে প্রেম ভাঙা নিয়ে বিন্দু কী বললেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে
অভিনেত্রী আফসান আরা বিন্দু ও চিত্রনায়ক আরিফিন শুভ

বিনোদন ডেস্ক || আড়াল ভেঙে দেখা দিয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন। কেবল তাই নয়, চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে তার ‘প্রেম ভাঙার’ বিষয় নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।

একসময় টেলিভিশন নাটকের ব্যস্ততম মুখ ছিলেন আফসান আরা বিন্দু। অনেকের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেও ছোট পর্দায় হাজির হয়েছেন। একাধিক নাটকে এই জুটির রসায়ন প্রশংসা কুড়িয়েছে। তাদের ব্যক্তিগত জীবন ঘিরেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

পর্দার রসায়ন নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে আফসান আরা বিন্দু বলেন, “পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো—এটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে। শুভসহ যাদের সঙ্গে কাজ করেছি, সবাই সহযোগিতাপূর্ণ ছিলেন। দর্শকের পছন্দের বিষয়টি ‘উনিশ২০’ সিনেমাতেও স্পষ্ট হয়েছে।”

অভিনেত্রী আফসান আরা বিন্দু ও চিত্রনায়ক আরিফিন শুভ

অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রেম ভাঙার কারণ জানতে চাওয়ার প্রশ্নটি বিপজ্জনক বলে মন্তব্য করেন বিন্দু। এ অভিনেত্রী বলেন, “ছোট ছিলাম, বাচ্চা ছিলাম…বিপজ্জনক প্রশ্ন!” তারপর থেমে যান বিন্দু। খানিকটা সময় নিয়ে কথা বলার ছন্দে ফিরেন।

বিন্দু বলেন, “কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।”

২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে আসিফকে বিয়ে করেন বিন্দু। তারপর অভিনয়কে বিদায় জানান। মন দেন সংসারে। সোশ্যাল মিডিয়া, রুপালি জগতের কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। আট বছর পর ২০২২ সালে ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন বিন্দু।

অভিনেত্রী আফসান আরা বিন্দু ও চিত্রনায়ক আরিফিন শুভ

ভবিষ্যতে আরিফিন শুভর সঙ্গে কাজ করার বিষয়ে বিন্দু জানান, সুযোগ এলে, সবকিছু অনুকূলে থাকলে আবারো শুভর সঙ্গে কাজ করতে চান বলে জানান এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT