1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তারেক রহমানের সংবর্ধনায় সিরাজগঞ্জ থেকে যোগ দেবেন ২৫ হাজার নেতাকর্মী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

তারেক রহমানের সংবর্ধনায় সিরাজগঞ্জ থেকে যোগ দেবেন ২৫ হাজার নেতাকর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
ফাইল ফটো

সিরাজগঞ্জ প্রতিনিধি || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বরণীয় করে রাখতে এবং তার সংবর্ধনায় যোগ দেবেন সিরাজগঞ্জের ৯টি উপজেলার ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী। তাদের যাতায়াতের সুবিধার্থে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা বিএনপি সূত্র জানায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবার নিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার আগমন হচ্ছে। তাকে ঢাকায় গিয়ে স্বাগত জানাতে আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় সিরাজগঞ্জ শহরের পৌরসভার মালশাপাড়া কবরস্থানের সামনে ৬০টি বাস প্রস্তুত থাকবে। এসব বাস রাত ১১টার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওনা হবে। এছাড়া ৯টি উপজেলা ও ৮৩টি ইউনিয়নের বাস নেতাকর্মীদের নিয়ে সুবিধাজনক সময়ে ঢাকায় রওনা হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ২ হাজার ৫০০ জন যাবেন। ১৪০টি বাসের প্রতিটিতে ৭০ জন করে যাত্রা করবেন। বিভিন্ন এলাকা থেকে ন্যূনতম ১০০টি মাইক্রোবাসে আরো এক হাজার জন এবং আলাদাভাবে আরো ৮ থেকে ৯ হাজার বিএনপি নেতাকর্মী সিরাজগঞ্জ জেলা থেকে ঢাকায় যাবেন। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাবেন, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‍“দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন প্রিয় নেতা তারেক রহমান। নেতাকে একনজর দেখার জন্য ইতোমধ্যে জেলার নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাত্রা শুরু করেছেন। প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”

তিনি বলেন, “জেলা ও উপজেলা থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। এর বাইরেও অনেক নেতাকর্মীরা ঢাকায় যাবেন। সব নেতাকর্মীদের আমি বার্তা দিয়েছি, কোনো নেতাকর্মী মাস্ক বা হেলমেট পরতে পারবেন না। বাসে ওঠার সময় কিংবা দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশের মানুষটি কে, সেটি দায়িত্বশীল নেতাকর্মীরা নিশ্চিত করবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT