1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ডেইলী স্টার ভবনে সন্ত্রাসী হামলায় জড়িত আজমির হোসেন আকাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৩ থেকে জানানো হয় , মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়ে‌ছে।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ভবনে হামলা, স্টিলের গেট ও কাঁচের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করার মামলায় দৃষ্কৃতকারীচক্রের অন্যতম আসামী আজমিরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেপ্তার করা হলো ২৯ জনকে।

র‌্যাব-৩ জানায়, গত ১৯ ডিসেম্বর প্রায় ৩৫০/৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোঁটা, দাহ্য পদার্থসহ সজ্জিত হয়ে মিছিল নিয়ে জনরোষ, দাঙ্গা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম সৃষ্টির উদ্দেশ্যে দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে।

দুষ্কৃতিকারীরা পরস্পরের যোগসাজশে ওইদিন রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে দ্য ডেইলি স্টার ভবনের স্টিলের গেট ও কাঁচের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করে। সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে অবস্থানরত কর্মীদের মারধর করার চেষ্টা করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুণ্ঠন করে।

আসামিরা ভবনের সামনের কাচ ভেঙে সোফা, টেবিল ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জাম ও নথিপত্রে অনিষ্ট করে নিচে ফেলে দেয় এবং সেগুলো একটি জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়।

সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী আসামিরা দ্য ডেইলি স্টার ভবনের বিভিন্ন তলায় রাখা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপও ক্যামেরা, লেন্স, টিভি, স্ক্যানার, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যার মূল্য অনুমান ৫ কোটি টাকা এবং বিভিন্ন তলায় থাকা একাধিক লকারে রক্ষিত প্রতিষ্ঠানের আনুমানিক ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

সন্ত্রাসীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান করা দ্য ডেইলি স্টার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মীদের অগ্নিদগ্ধ করে হত্যা ও ভবন ধ্বংস করার উদ্দেশ্যে অগ্নি সংযোগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT