1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তিন দিনব্যাপী মডেল ইউনাইটেড নেশনস শুরু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

তিন দিনব্যাপী মডেল ইউনাইটেড নেশনস শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন ‘বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস’ শুরু হয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন’ প্রতিপাদ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজনের এসব তথ্য তুলে ধরে এআইইউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কূটনীতি কেবল প্রযুক্তিগত বা নীতিগত সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সঙ্গে ন্যায়বিচার, মানবিক দায়বদ্ধতা ও নৈতিক স্বচ্ছতার প্রশ্ন ওতঃপ্রোতভাবে জড়িত।

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

“ন্যায্য জ্বালানি রূপান্তর শুধু জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার প্রশ্ন নয়; এটি মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত,” বলেন তিনি।

সব দেশের জন্য এক ধরনের সমাধান কার্যকর নয় বলে মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, “কূটনীতি মূলত প্রতিযোগিতা নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রক্রিয়া।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ।

তিনি বলেন, “মডেল ইউনাইটেড নেশনস বিতর্কের চেয়েও বেশি ভিন্নমত বোঝার অনুশীলন “ তরুণদের উদ্দেশে আগামী ২৫ বছরে কেমন বাংলাদেশ দেখতে চান, সে বিষয়ে ভাবনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, “দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বাস্তব চিন্তার মধ্যে সংযোগ তৈরি করতে হবে, যেখানে বিএএনএমইউএনের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দ্য টাইমস অব বাংলাদেশের প্রকাশক মো. মাসুদ রাজ্জাক, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইউনিস্যাব-এর সাবেক সভাপতি ড. তৌফিক জোয়ার্দার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন।

তরুণদের সক্রিয় অংশগ্রহণ, জাতিসংঘের বাস্তব ভূমিকা এবং ন্যায়ভিত্তিক বৈশ্বিক নীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তারা।

তিন দিনে মোট আটটি গ্রুপে কয়েক পর্বের আলোচনা শেষে তৃতীয় দিনে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাবে এই ছায়া জাতিসংঘ।

বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টাইমস অব বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT