1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘এ’ ইউনিটে মোট ৮৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭২ হাজার ৪৭৪টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৬৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে এবারের পরীক্ষায় উপস্থিতির হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৪ শতাংশ, যা প্রায় ৯২ শতাংশ।

উচ্চ উপস্থিতির হার ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। হল পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

এবারের ভর্তি পরীক্ষায় জবি ক্যাম্পাস ছাড়াও ঢাকার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র বরাদ্দ করা হয়েছিল। ঢাকার বাইরের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ৩টি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়েও কেন্দ্র স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT