1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জকসু ভোটারদের জন্য ১২ নির্দেশনা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জকসু ভোটারদের জন্য ১২ নির্দেশনা

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি || দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। ভোটগ্রহণের দিন সকল ভোটারকে এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম নেই এমন কেউ কোনো অবস্থাতেই ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভোটারদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হবে। যাদের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ বা হারিয়ে গেছে, তারা ভোটার তালিকার পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন, যা ভোটের দিন পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য হবে।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক ভোটারকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে হবে। ভোটকক্ষে ব্যাগ, মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা রেখে ভোট শেষে নিজ দায়িত্বে ফেরত নিতে হবে।

প্রত্যেক ভোটারকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ও সিলযুক্ত ৩টি ব্যালট পেপার সরবরাহ করা হবে। ব্যালট পেপার ভাঁজ, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে না। ভোট শেষে নির্ধারিত নম্বর অনুযায়ী নির্দিষ্ট ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিতে হবে।

ভোট প্রদানের আগে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এবং হল শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি প্রয়োগ করা হবে। ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন না দিলে ভোট বাতিল বলে গণ্য হবে।

নির্বাহী সদস্য পদে ভোট প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৭ জন এবং হল শিক্ষার্থী সংসদে ৪ জন প্রার্থীকে ভোট দেওয়া যাবে। নির্ধারিত সংখ্যার বেশি ভোট দিলে নির্বাহী সদস্য পদের সব ভোট বাতিল হবে।

ভোট কক্ষে ব্যালট পেপারের অংশ বা প্রার্থীর নাম সংবলিত কোনো কাগজ রেখে আসা নিষিদ্ধ। বুথে সংরক্ষিত কলম ব্যবহার করেই ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, প্রার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT