1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জামায়াতের সমাবেশে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না দেখবে ইসি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

জামায়াতের সমাবেশে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না দেখবে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক || আগামী ৩ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও মো. জাকারিয়া।

এনসিপি-জামায়াত জোট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, জোট করা সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত ও অধিকার। তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে তিনি জানান, আরপিওতে স্পষ্ট উল্লেখ না থাকলেও মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা তৈরি করছে। এ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা নিয়েও বৈঠকে কথা হয়েছে। এআইয়ের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের জোরালো পদক্ষেপ প্রত্যাশা করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT