1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘রোকেয়ার’ খবর নিলেন পাকিস্তানি সঞ্চালক, চমকে গেলেন ‘কাবিলা’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

‘রোকেয়ার’ খবর নিলেন পাকিস্তানি সঞ্চালক, চমকে গেলেন ‘কাবিলা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বিপিএলের মাঠে দাঁড়িয়ে পাকিস্তানি সঞ্চালক জয়নব আব্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। সঞ্চালক জয়নব আব্বাস বলেন, “আমার সঙ্গে এমন একজন উপস্থিত রয়েছেন, যাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদন জগতে তার ব্যাপক পরিচিতি যেমন রয়েছে, তেমনই নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার নাম—জিয়াউল হক পলাশ।”

এরপর পলাশ নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গ্যালারিতে দর্শকদের উন্মাদনা নিয়ে পলাশের কাছে প্রশ্ন রাখা হলে এই অভিনেতা বলেন, “নোয়াখালীর মানুষ সবসময়ই এমন ক্রেজি। তারা সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ, ‘কাবিলা’ চরিত্র তারা পছন্দ করেন। তারা আমাদের শক্তি।”

এরপর সঞ্চালক জয়নব জানতে চান, রোকেয়া কেমন আছেন? এ প্রশ্ন শুনে চমকে উঠেন পলাশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে এ অভিনেতা বলেন, “ও মাই গড। আপনি রোকেয়াকে জানেন?” উত্তরে জয়নব বলেন, “হ্যাঁ, আমি জানি।” এরপর পলাশ বলেন, “রোকেয়া ভালো আছে, নোয়াখালীতে আছে। ইভা আমেরিকায় আছে, আর আমি এখন সিলেটে আছি।”

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। নাটকটির অধিকাংশ চরিত্র দারুণ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম কাবিলা। এ চরিত্র রূপায়ন করেছেন পলাশ। আর তার প্রেমিকার নাম রোকেয়া। অদৃশ্য রোকেয়া চরিত্রটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। কিন্তু গত চার সিজনের কোনো পর্বে রোকেয়াকে দেখেননি দর্শকরা। পঞ্চম সিজনেও এখনো তার দেখা মেলেনি।

বলে রাখা ভালো, গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT