1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || চলতি মাস ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩৩ হাজার ৫৭৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি এক লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার।

আগের বছরের ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ মার্কিন ডলার। আর আগের মাস নভেম্বর ২৭ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬০ কোটি পাঁচ লাখ ৪১ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে আসে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বর মাসে এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ এবং অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২৭ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৯ কোটি এক লাখ ৬০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার।

এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৩১ লাখ ৬০ হাজার এসেছে।

এই ২৭ দিনে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT