1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রংপুর ৪: আখতার হোসেনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

রংপুর ৪: আখতার হোসেনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান

রংপুর প্রতিনিধি || রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আখতার হোসেনকে সমর্থন দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

এটিএম আজম খান বলেন, “কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে আসন সমঝোতার ভিত্তিত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি।”

মাওলানা এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

এবার রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ আখতার হোসেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল সাড়ে ৪টায় স্থানীয় নেতাদের নিয়ে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আখতার হোসেন।

কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি একবার জয় পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT