খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাফুফের শোক বার্তায় লেখা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন ‘প্রভাবশালী নেত্রী’ হিসেবে ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান ‘স্মরণীয়’ হয়ে থাকবে।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেতৃত্ব ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে পোস্টে উল্লেখ করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যগণ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্থায়ী কমিটি এবং সকল কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।