শাপলা ফোঁটা জলে সৌন্দর্যের
পশরা সাজিয়ে,
দাঁড়িয়ে আছে এক নারী।
কতো শোভা পড়েছে তার মুখে
রবির প্রভা।
অথৈই জল করছে টলমল,
ইচ্ছে হয় আমিও যাই
খোঁপায় গুঁজে লাল শাপলা ফুল
রূপের বন্যা আসুক একটা কূল
জীবনে লাগাই আনন্দের রং
করি একটু ঢং।
হরেক রকমের সাজে
লাগে না আমায় ও বাজে
সেই ছোট্ট বেলা সেজেছি মেলা
অদ্ভুত অদ্ভুত সাজ মনে পড়ছে আজ।
কতো স্বপ্নময় জীবন ছিলো,
এই দৃশ্যই সব মনে করিয়ে দিলো।
এই শোন?
চলো নতুন করে হাতটি ধরি
একটা ভালেবাসার পৃথিবী গড়ি
জঠর কষ্টের অবসান হোক জীবনের
অধ্য জলে ডুবা ঐ নারীর মতো
সুখময় স্বস্তির নিঃশ্বাস ছাড়ি আরেকটা।।