1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে উত্থান ও সিএসইতে পতনে বছর শেষ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ডিএসইতে উত্থান ও সিএসইতে পতনে বছর শেষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || চলতি বছরের শেষ কার্যবিস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। তবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে সামান্য পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একইভাবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরু হওয়ার ১৫ মিনিট পর তা পতনমুখী হয়ে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮০টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ৯০টির।

এদিন ডিএসইতে মোট ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১০ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৬৬ পয়েন্ট কমে ৮৫০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।

সিএসইতে ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT