1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনুমিতভাবেই দলের নেতৃত্ব থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজার হাতে। তবে জিম্বাবুয়ের ঘোষিত এই ১৫ সদস্যের দলে সবথেকে বড় চমক হিসেবে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৭ বছরের নির্বাসন ও বিরতি কাটিয়ে সরাসরি বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করছেন এই অভিজ্ঞ লেগ-স্পিনার।

বোলিং ইউনিটে মুজারাবানি স্বস্তি:
জিম্বাবুয়ের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ব্লেসিং মুজারাবানিকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ মিস করলেও বিশ্বকাপের আগেই ফিটনেস ফিরে পেয়েছেন এই দীর্ঘদেহী পেসার। মুজারাবানির অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণকে বহুগুণ শক্তিশালী করবে। তবে কপাল পুড়েছে বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরির। স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি।

অভিজ্ঞতার মিশেল ও রাজার সেনাপতিরা:
অধিনায়ক সিকান্দার রাজা দলে পাচ্ছেন ব্রেন্ডন টেলরের মতো কিংবদন্তি ক্রিকেটারকে, যার উপস্থিতি ব্যাটিং অর্ডারে বাড়তি গভীরতা যোগ করবে। এছাড়া শন উইলিয়ামসের বিকল্প হিসেবে সম্প্রতি দলে জায়গা করে নেওয়া ক্লাইভ মাদান্দেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল দলে। টনি মুনিয়োঙ্গা, রায়ান বার্ল এবং রিচার্ড এনগারাভাদের মতো পরিচিত মুখগুলো জিম্বাবুয়ের ‘রোডেশিয়ান’ গর্জন ধরে রাখতে প্রস্তুত।

বিশ্বকাপের সূচি ও সমীকরণ:
৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে লড়বে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তাদের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

ক্রেমারের প্রত্যাবর্তন এবং মুজারাবানির ফেরা জিম্বাবুয়ের জন্য বড় আশীর্বাদ। মন্থর গতির লঙ্কান উইকেটে রাজার স্পিন আর অভিজ্ঞ টেলরের ব্যাটিং জিম্বাবুয়েকে এই গ্রুপের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT