1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আইসিসির কাছে ভারতের নিরাপত্তা পরিকল্পনা চাইবে বিসিবি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

আইসিসির কাছে ভারতের নিরাপত্তা পরিকল্পনা চাইবে বিসিবি

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
আমিনুল ইসলাম বুলবুল

খেলাধুলা প্রতিবেদক || মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তীব্র সমালোচনা হচ্ছে। ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একজন চুক্তিভুক্ত খেলোয়াড় নিরাপদ নন সেখানে ভারতের পুরো বাংলাদেশ দল কিভাবে নিরাপদ অনুভব করবে। এজন্য ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দেওয়ার নির্দেশ বিসিবিকে দিয়েছেন তিনি।

তবে বিসিবি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ এই মুহূর্তে দেখছে না। মোস্তাফিজুরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি মর্মাহত। কিন্তু বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সুযোগ এই মুহূর্তে নেই সেটা বুঝতে পারছে বোর্ড। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আইসিসিকে ভেন্যু সরানোর অনুরোধ করবে বিসিবি। একই সঙ্গে আইসিসির কাছে ভারতের নিরাপত্তা চাইবে বিসিবি।

মোস্তাফিজুর রহমানের ইস্যুতে শনিবার রাতে ভার্চুয়াল সভা করেছে বোর্ড। বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আয়োজিত বোর্ড সভায় দুটি সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রথমটি, বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা। ভেনু্য পরিবর্তনের অনুরোধ এবং নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া।

দ্বিতীয়টি হলো, আইসিসি, বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে মোস্তাফিজুরকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক কারণ জানতে চাওয়া।

বিসিবিরি এক পরিচালক দৈনিক প্রথম ডাককে বলেছেন, ‘আমরা পরিস্থিতি বুঝতে পেরেছি। তারপরও আনুষ্ঠানিক ব‌্যাখ‌্যা চাওয়ার প্রয়োজন আছে। মোস্তাফিজুর শুধুমাত্র একজন খেলোয়াড় নন। বাংলাদেশকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়। তাকে হুট করে চাইলেই তো বাদ দিতে পারে না। হ‌্যাঁ, সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আয়োজকদের আছে। কিন্তু বিদেশি ক্রিকেটারদের নুন‌্যতম সম্মান তো দেখাতে হবে।’’

ভেন্যু নিয়ে আলাদা করে তিনি যোগ করেন, ‘‘বিশ্বকাপের বাকি আছে এক মাস। এই মুহূর্তে বিশ্বকাপ ভারত থেকে সরানো মানে শুরু থেকে শুরু করা। আমরা চাই ভারত থেকে ম‌্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে। কিন্তু চাইলেই তো হবে না। আমরা অনুরোধ করবো। নিরাপত্তার ইস্যুটি বড়। আমাদের ক্রিকেটার, কর্মকর্তা, বোর্ড মেম্বার প্রত‌্যেকের নিরাপত্তা প্রয়োজন। আমরা সেটা নিশ্চিত হয়েই পরবর্তী সিদ্ধান্ত নেব।’’

আইসিসি, বিসিসিআইয়ের কাছে আজকেই চিঠি পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিবির। বিশ্বকাপে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। আরেকটি মুম্বাইয়ে। কলকাতায় বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ওয়াংখেড়েতে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে পারলে বাংলাদেশের সফর বাড়বে। নয়তো ভারতেই শেষ হবে মিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT