1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিএনপি প্রার্থীকে হুমকির চিঠি, আপনি আমাদের ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিএনপি প্রার্থীকে হুমকির চিঠি, আপনি আমাদের ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
শাহজাহান চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরে না দাঁড়ালে তাকে ‘শরীফ ওসমান হাদির মতো পরিণতি’ ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ‘ব্যাটালিয়ন-৭১’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, ডাকযোগে তার ঠিকানায় পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।

চিঠিতে লেখা রয়েছে, “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট বিশেষ অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের ‘কিলিং স্কোয়াড’-এর নজরদারিতে আছেন। আপনার জন্য উপহার হিসেবে একটি কাফনের কাপড় পাঠানো হলো।”

চিঠিটির তারিখ দেওয়া আছে, ২৩ ডিসেম্বর ২০২৫। প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর, ‘ব্যাটালিয়ন-৭১’, কক্সবাজার।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, “এ ধরনের হুমকি শুধু একজন প্রার্থীকে নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ভয় দেখানোর শামিল। আমি একজন গণতান্ত্রিক প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

তিনি বলেন, “এমন পরিস্থিতিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম। উড়ো চিঠির ঘটনায় আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, ‘‘বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT