1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সাবেক জাতীয় ফুটবলার দস্তগীর হোসেন আর নেই - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সাবেক জাতীয় ফুটবলার দস্তগীর হোসেন আর নেই

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে
দস্তগীর হোসেন নিরা

খুলনা প্রতিনিধি || দেশের ফুটবল অঙ্গনের এক প্রিয় মুখ ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় দস্তগীর হোসেন নিরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

রবিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর নগরীর মিয়াপাড়া পাইপের মোড়স্থ কায়েমিয়া জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।

সোনালী অতীত ক্লাবের সংগঠক এম এ জলিল জানান, শনিবার মাগরিবের নামাজের পর খুলনা মোহামেডান ক্লাবে অবস্থান করছিলেন দস্তগীর হোসেন। সেখানে তিনি দুজন সিনিয়র খেলোয়াড়কে ইনজুরি পরবর্তী ফিজিওথেরাপি দিচ্ছিলেন। দ্বিতীয় খেলোয়াড়কে সেবা দেওয়ার সময় হঠাৎ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে বাসায় নেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা দস্তগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাক তার মৃত্যুর কারণ।

ক্রীড়া সংগঠকরা জানান, খুলনা ইয়ং মুসলিম ক্লাবের হয়ে ফুটবলের আঙিনায় পা রাখা দস্তগীর হোসেনের ক্যারিয়ার ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি দেশসেরা ক্লাব ঢাকা আবাহনী, খুলনা আবাহনী ও খুলনা মুসলিম ক্লাবের হয়ে দীর্ঘকাল রক্ষণভাগ সামলেছেন। তার অসামান্য নৈপুণ্যে তিনি জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে ফুটবল সংগঠক ও প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

দস্তগীর হোসেন ছিলেন একজন উচ্চতর ‘এ’ লাইসেন্সধারী ফুটবল কোচ। খুলনা জেলা দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের একটি ফুটবল একাডেমি পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি খুলনা সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। ব্যক্তিগত জীবনে দস্তগীর হোসেন নিরার একটি ছেলে রয়েছে।

দস্তগীর হোসেনের মৃত্যুর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, ইয়ং বয়েজ ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তবাংলা সংস্থা, কসমস একাদশ, লিটন স্মৃতি সংসদ, এসবিআলী ফুটবল একাডেমিসহ বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT