1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বেশি দামে এলপিজি বিক্রি, শ্রীপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বেশি দামে এলপিজি বিক্রি, শ্রীপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে শ্রীপুর বাজার এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে ৮৮ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করে।

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনবিরোধী। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT