1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
র‌্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়, প্রার্থীদের হলফনামা দুদকের নজরে: ড. মোমেন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

র‌্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়, প্রার্থীদের হলফনামা দুদকের নজরে: ড. মোমেন

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে
সোমবার র‌্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বি‌শেষ প্রতি‌বেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দুর্নীতি দমন কমিশন (দুদক) নজর রাখছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, হলফনামায় লেখা সম্পদের বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি, কারো সম্পদ বিবরণীতে যদি সন্দেহজনক তথ্য থেকে থাকে, সেটা বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। দরকার হলে দুদকের অন্যান্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করব।”

একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানান ড. মোমেন।

সোমবার র‌্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, “আমার বক্তব্য সুস্পষ্ট- দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। যদি আপসযোগ্য না হয়ে থাকে, তার মানে আপস করা যাবে না। যদি নতুন আইনে আপসের কথা বলা থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলব।”

মতবিনিময় সভায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বক্তব্য রাখেন।

কমিশনার আজিজী বলেন, “দুদকের মামলা প্রমাণে বিচারককে উপযুক্ত তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করব। যেহেতু আমাদের এখতিয়ার আছে, যেকোনো খবরের কাগজের প্রকাশিত তথ্য-উপাত্ত আমরা আমলে নিতে পারি। আপনাদের (সাংবাদিক) প্রতি বিনীতিভাবে বলব, আপনাদের খবরের প্রচার যেন অত্যান্ত তথ্যনির্ভর হয়। শোনা কথা ওপর নয়, যেন যাচাই-বাছাই করে আপনারা খবরের দ্বারাই মামলার চার্জশিট হয়।”

কমিশনার ফরিদ বলেন, “দুদক এবং র‌্যাক কেবল ওতঃপ্রোতভাবে জড়িতই নয়, দুদক এবং র‌্যাক একই প্রতিষ্ঠান। যদি র‌্যাক এক দিনের জন্য চোখ বন্ধ করে, দুদক এক সপ্তাহের জন্য অন্ধ হয়ে যাবে। র‌্যাকের যে মর্যাদা রয়েছে, এটা কেবল একটি সংগঠনেরই নয়, এটা আমাদেরও মর্যাদা।”

র‌্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। র‌্যাকের পক্ষে সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক বক্তব্য রাখেন। এ সময় দুজনই তাদের বক্তব্যে দুদকের সহযাত্রী হয়ে কাজ করার কথা জানান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আরিফ।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনের সঞ্চালনায় কমিশনের অন্যান্য মহাপরিচালক, কর্মকর্তার র‌্যাকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT