1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহতের নাম আজিজুর রহমান মুছাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তাকে গুলি করার সিসিটিভি ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮.২০ মিনিটে বসুন্ধরা সিটির পেছনে স্টার কাবাব হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরো একজনকে গুলিবিদ্ধ হতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি ছোড়ে।

সিসিটিভি ফুটেজে কয়েক রাউন্ড গুলি চালানোর দৃশ্য এবং এরপর হামলাকারীদের দ্রুত ওই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত গতিতে তেজগাঁওয়ের দিকে চলে যায়। পুলিশ এরইমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনো শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অপরাধীদের গ্রেপ্তারে এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে এখনই কী কারণে গুলি করা হয়েছে তা বলা যাচ্ছে না। ঘটনার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT