1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এখানে এমন মানুষেরা আছেন, যারা কখনো ব্যাটই ধরেননি: আশরাফুল হক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

এখানে এমন মানুষেরা আছেন, যারা কখনো ব্যাটই ধরেননি: আশরাফুল হক

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বাংলাদেশ ও ভারতে যারা ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে তাদের কড়া সমালোচনা করেছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। তার মতে, দুই দেশের ক্রিকেট প্রশাসনে এমন অনেক মানুষ আছে যারা কখনো ক্রিকেট ব‌্যাট ধরেও দেখেননি। তারাই যখন ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নেবেন তখন ভালো কিছুর আশা দেখেন না তিনি।

অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠকের মতে, রাজনীতিবিদেরা ক্রিকেটের প্রশাসন দখল করে নেওয়াতেই বিশাল শূন‌্যতা তৈরি করেছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলো ক্রিকেট সংস্কৃতি পাল্টে দিচ্ছেন রাজনীতিবিদেরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। মোস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনার জেরে বাংলাদেশ নিরাপত্তা ইসু‌্যতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজী নয়। সরকার থেকে সাফ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসিকে ভেনু‌্য পরিবর্তনের জন‌্য অনুরোধ করেছে বিসিবি। সামনে কী হবে তা বলা মুশকিল। তবে ক্রিকেট সম্পর্কে ফাটল ধরেছে তা শতভাগ নিশ্চিত।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন আশরাফুল হক। ক্রিকেট কারা চালাচ্ছেন সেই ছবি তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, ‘‘এখানে এমন মানুষেরা আছেন, যারা কখনো ব্যাটই ধরেননি। ভারতের ক্ষেত্রে আছে জয় শাহ—যিনি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে কখনো ক্রিকেট ব্যাটই ধরেননি। আমাদের এখানেও একই পরিস্থিতি। যারা সরকার চালাচ্ছেন, তারা রাজনীতিবিদ নন। খেলাধুলার অভিজ্ঞতাও নেই। আমাদের ক্রীড়া উপদেষ্টা বলে বসেন, বাংলাদেশের নাকি ভারতে যাওয়া উচিত নয়। একবার ভেবে দেখুন। এটা বিশ্বকাপের আয়োজন। এটা আইপিএল নয়। আইপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট। এটি একটি আন্তর্জাতিক বিশ্বকাপ আয়োজন। এভাবে হুটহাট মন্তব্য করা যায় না।’’

রাজনীতিবিদদের বদলে ক্রিকেট সংগঠক, ক্রিকেটে অন্তপ্রাণ যাদের তারা দায়িত্বে থাকলে সঠিক পথ দেখাতেন বলে বিশ্বাস করেন আশরাফুল হক, ‘‘ভারত, বাংলাদেশ, পাকিস্তান—সব জায়গাতেই পুরো ক্রিকেট ইকোসিস্টেমটা রাজনীতিবিদেরা হ্যাইজ্যাক করেছেন। একটু ভেবে দেখুন তো, জগমোহন ডালমিয়া, আই এস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এনকেপি সালভে কিংবা এমনকি এন শ্রীনিবাসনও যদি দায়িত্বে থাকতেন, তাহলে কি কখনো এমনটা হতো? এটা কখনোই হতো না, কারণ তারা পরিণত মানুষ। তারা খেলাটাকে বুঝতেন এবং এর পরিণতি কী হতে পারে, সেটাও বুঝতেন।’’

বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হতে পারে। তবে সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে সহযোগী দেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলার তাতে সমর্থণ দিয়েছেন আশরাফুল হক, ‘‘আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে পারে, তাহলে সবার জন্যই উইন–উইন পরিস্থিতি হবে। যদি না পারে, তাহলে আমার সন্দেহ আছে, বাংলাদেশ আদৌ ভারতে খেলতে যাবে কি না। হয়তো এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। কিন্তু জাতীয় মর্যাদা আর্থিক ক্ষতির চেয়েও অনেক বড়।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT