1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়া সেই মরিয়ম গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়া সেই মরিয়ম গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে
মরিয়ম বেগম

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনূর আলম।

গ্রেপ্তার মরিয়ম বেগম এলাকায় ‘বদনী মেম্বার’ হিসেবে পরিচিত। আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলার আসামি ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি এই মামলা থেকে খালাস পান।

কর্ণফুলী থানার ওসি শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মরিয়ম বেগম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। তিনি টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি দুবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে তিনি ‘বদনী মেম্বার’ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত।

২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার অভিযোগপত্রে মরিয়ম বেগমের নাম ছিল। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগও করেন। ২০১৪ সালে তিনি এই মামলা থেকে খালাস পান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর মরিয়ম বেগমের ছেলে আখতার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে নকল পিস্তল, ইয়াবা, গাঁজা, সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, কম্পাস, প্রচুর সিম কার্ড এবং দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে যৌথ বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT