1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কড়া সমালোচনা নিয়ে প্রভাসের যাত্রা, বক্স অফিসের হালহকিকত কী? - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কড়া সমালোচনা নিয়ে প্রভাসের যাত্রা, বক্স অফিসের হালহকিকত কী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
‘দ্য রাজাসাব’ সিনেমার দৃশ্যে প্রভাস

বিনোদন ডেস্ক || আলোচিত ‘দ্য রাজাসাব’ সিনেমা দিয়ে ২০২৬ সাল শুরু করেছেন তারকা অভিনেতা প্রভাস। চলতি বছরে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। মারুতি নির্মিত এ সিনেমা গত ৯ জানুয়ারি বিশ্বের ৩ হাজার ২০০ পর্দায় মুক্তি পেয়েছে। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এ সিনেমা তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

মুক্তির পরই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য, বিষয়বস্তুর অভাব, যুক্তিহীনভাবে গল্প টেনে নেওয়া নিয়ে সমালোচনা করেছেন। যদিও প্রভাসের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। ডেকান ক্রনিকলের বি.ভি.এস. প্রকাশ সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন দুই। এটিকে হালকা গল্প, সেকেলে হাস্যরস অসামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলী বলে মন্তব্য করেছেন।

দ্য স্টেটসম্যান পত্রিকায় মিতালি গৌতম পাঁচে রেটিং দিয়েছেন দুই। তার ভাষ্য—“সিনেমাটির গল্প বলতে গিয়ে সংগ্রাম করতে হয়েছে নির্মাতাকে। ‘দ্য রাজাসাব’ দেখে মনে হয়েছে, এটি হিপনোটিজম থিমকে ঘিরে আলগাভাবে জোড়া লাগানো কিছু ধারণার সমষ্টি। দুর্বল চিত্রনাট্যে সামঞ্জস্যের অভাব রয়েছে। দৃশ্যগুলো প্রায়ই হঠাৎ করে বদলে যায়। চরিত্রগুলোকে তড়িগড়ি করে পরিচয় করানো হয়, তা-ও আবার সঠিক বর্ণনামূলক প্রবাহ ছাড়াই।”

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের স্বরূপ কোদুর সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছে দুই। তিনি বলেন, “সিনেমাটি তার শক্তিশালী কেন্দ্রীয় ধারণাটিকে প্রায় সম্পূর্ণভাবে নষ্ট করেছে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এলোমেলো ও পুরোনো ধাঁচের।” এনডিটিভির শৈবাল চ্যাটার্জি সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন দুই। সিনেমাটিকে ‘রাজকীয় জগাখিচুড়ি’ বলে আখ্যা দিয়েছেন তিনি। তাছাড়া হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন দুই।

‘দ্য রাজাসাব’ নিয়ে সমালোচকেরা কড়া সমালোচনা করলেও বক্স অফিসে শুরুটা দারুণ। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিয়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট)। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৯ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৩৮ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটি ৭৮ লাখ টাকা।

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘দ্য রাজাসাব’ সিনেমা ভারতে আয় করেছে ৯০.৭৩ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৮.৪ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি ৩২ লাখ টাকা।

প্রভাস ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার প্রমুখ। সিনেমাটিতে ‘বেসি’ চরিত্রে অভিনয় করেছেন নিধি আগারওয়াল। এটি তার জীবনের অন্যতম বিশেষ সিনেমা। এ অভিনেত্রী বলেন, “শুটিং সেটে যে আনন্দ ও স্বাচ্ছন্দ্য পেয়েছি, তা আগে কখনো পাইনি।”

৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগে ‘দ্য রাজাসাব’ সিনেমা আয় করেছে ২০৭ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT