1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঢাকা ব্যাংকের নতুন এমডি এরশাদ ফয়েজ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ঢাকা ব্যাংকের নতুন এমডি এরশাদ ফয়েজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে
ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান ওসমান এরশাদ ফয়েজ।

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ওসমান এরশাদ ফয়েজ। রবিবার (১১ জানুয়ারি) থেকে তিনি ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইস্টার্ন ব্যাংকের দায়িত্ব পালনের আগে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক কনসালট্যান্সি প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটির সহপ্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেন।

ওসমান ফয়েজ ৩০ বছরের পেশাগত জীবনে শীর্ষস্থানীয় বিভিন্ন বৈশ্বিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কৌশল প্রযুক্তি, পরিচালন, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং এবং ফিনটেক নিয়ে কাজ করেছেন। তিনি এএমটিডি ডিজিটালের প্রধান তথ্য ও পরিচালন কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা, ইস্টার্ন হেমিস্ফেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আঞ্চলিক তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হোলসেল ব্যাংকিং এবং ইন্দোনেশিয়ার পারমাতা ব্যাংকের পরিচালন বিভাগের প্রধান হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

ওসমান ফয়েজ সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের একজন ফেলো।

২০০৫ সালে আন্তর্জাতিক দায়িত্ব নিয়ে বাংলাদেশ ত্যাগের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT