1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিলেটে ওড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, আতঙ্ক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সিলেটে ওড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, আতঙ্ক

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচরে গিয়ে পড়ায় সেখানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলুনটি উদ্ধার করে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ও শনিবার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা তিনজনের ছবি লাগানো ছিল। একপর্যায়ে রশি ছিঁড়ে বেলুনটি উড়ে চলে যায়।

রবিবার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাস ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দপ্তর থাকায় বেলুনটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিছবাউর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি অনুষ্ঠানে বেলুন উড়ানো হয়েছিল। রশি ছিঁড়ে সেই বেলুন ভারতের আসামের গিয়ে পড়েছে বলে শুনেছি।

কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ওড়ানো হয়েছিল। এতে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT