1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চার বছরের বেশি সময় পর আবারো শীর্ষে কোহলি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চার বছরের বেশি সময় পর আবারো শীর্ষে কোহলি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || চার বছরের বেশি অপেক্ষার অবসান। দুর্দান্ত ব্যাটিং ফর্মের সুবাদে আবারও আইসিসি পুরুষ ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন বিরাট কোহলি। ২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম নাম্বার ওয়ানে ফিরলেন ভারতের এই ব্যাটিং মহাতারকা। রবিবার ভাদোদরায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে সতীর্থ রোহিত শর্মাকে টপকে যান কোহলি।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি কোহলির একাদশবারের মতো ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক ব্যাটিংই তাকে আবার এই উচ্চতায় ফিরিয়েছে। গত নভেম্বরে-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫ রান করার পাশাপাশি অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৭৪ রানের ঝরঝরে ইনিংস ছিল এই উত্থানের বড় প্রমাণ।

২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাবেক ভারত অধিনায়ক। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮২৫ দিন তিনি কাটালেন নম্বর ওয়ান হিসেবে। যা কোনো ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে সর্বোচ্চ। সর্বকালের তালিকায় কোহলির অবস্থান এখন দশম। যেখানে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। টানা ২ হাজার ৩০৬ দিন তিনি ছিলেন র‌্যাংকিংয়ের চূড়ায়।

র‌্যাংকিংয়ের শীর্ষের লড়াই আরও জমে উঠতে পারে সামনের দিনগুলোতে। ভাদোদরায় ৮৪ রানের ইনিংস খেলার পর নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলও রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে শীর্ষ তিন ব্যাটারের মধ্যে ব্যবধান মাত্র ১০ পয়েন্ট।

ওয়ানডে র‌্যাংকিংয়ের অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ব্যাটারদের তালিকায় লোকেশ রাহুল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। আর ডেভন কনওয়ে তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে।

বোলারদের তালিকায় মোহাম্মদ সিরাজ পাঁচ ধাপ উন্নতি করে ১৫ নম্বরে এবং কাইল জেমিসন বড় লাফ দিয়ে ২৭ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে উঠেছেন।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। অ্যাশেজের শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ এক ধাপ করে এগিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে উঠেছেন। সিডনিতে পাঁচ উইকেটে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ পর্যন্ত টেস্ট সেঞ্চুরির দেখা পান ইংল্যান্ডের জো রুট। সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান আরও দৃঢ় করেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন হ্যারি ব্রুক। জ্যাকব বেথেলের ১৫৪ রানের ইনিংস তাকে ২৫ ধাপ এগিয়ে ৫২ নম্বরে তুলেছে।

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে সিরিজসেরা মিচেল স্টার্ক ৩১ উইকেট নিয়ে সিরিজের শুরুতে থাকা নবম স্থান থেকে উঠে এসেছেন তিন নম্বরে। ব্যাট হাতেও অবদান রেখে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। স্কট বোল্যান্ড তার ২০ উইকেটের সুবাদে সপ্তম স্থান ধরে রেখেছেন। প্রথমবারের মতো শীর্ষ ৫০-এ ঢুকেছেন মাইকেল নাসের। ইংল্যান্ড পেসার জশ টাং ম্যাচে ছয় উইকেট নিয়ে নয় ধাপ উন্নতি করে ক্যারিয়ারসেরা ২১ নম্বরে উঠেছেন।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও নড়াচড়া আছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান এক ধাপ এগিয়ে পঞ্চম এবং সালমান আগা ১৩ ধাপ লাফিয়ে ৪১ নম্বরে উঠেছেন। বোলারদের তালিকায় বাঁহাতি পেসার সালমান মির্জা তিন ম্যাচে তিন উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ১৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT