আমার বাগানে ফুটেছে কেকটাস ফুল
নেই তার তুল।
দিবস রজনী দেখি তারে,
অপরূপ শোভা দিয়েছে খোদা যারে।
সে সবার নজর কাঁড়ে।
নেবে কি সেই ফুল,
খোঁপায় গুঁজে রাখবে
তার সুগন্ধিতে নেশা হলে
আমায় কাছে ডাকবে।
ওগো সুনয়না শতাব্দীর পর
শতাব্দী ভেবেছি কি দেব তোমায়
প্রেমের প্রপোজে প্রথম উপহার,
নীল পদ্ম কলি,
নাকি হৃদয়ের চোরাগলি।
শরৎ এর কাশফুল
নাকি আশাতুত জীবনে
এসব ভাবাটাই হয়তো ভুল।
আজ না হয় হয়ে যাক
এই ফুলেই সব পূর্ণ
তুমি ছাড়া জীবনটা লাগে যে একবারে শূন্য।
দেব তোমায় ফুটন্ত হলুদ রঙের
কেকটাস ফুল এতেই পাবে তুমি
আমার ভালেবাসার কূল।
এই বুকে মুখ লুকিয়ে থাকবে তুমি অনন্তকাল
এসো কিন্তুু ফুল নিতে
প্রিয়া তুমি আজ না হয় পরশু অথবা কাল।।