1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কত টাকা আয় করল ‘জলি এলএলবি থ্রি’? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

কত টাকা আয় করল ‘জলি এলএলবি থ্রি’?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে
‘জলি এলএলবি থ্রি’ সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক || অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। গত ১৯ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সুভাষ কাপুর নির্মিত এই সিনেমা।

চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এর অবস্থান সপ্তম (১২.৫০ কোটি রুপি)। প্রথম, দ্বিতীয় তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘ছাবা’ (২৯ কোটি রুপি), ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

‘জলি এলএলবি থ্রি’ মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। নিউজ১৮ ফাইভ স্টারের মধ্যে ফোর স্টার দিয়েছে। ফাস্টপোস্ট রেটিং দিয়েছে ৪ (৫)। বলিউড হাঙ্গামা রেটিং দিয়েছে ৩.৫ (৫)। টাইমস অব ইন্ডিয়া একই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, তিন দিনে কত টাকা আয় করল—‘জলি এলএলবি থ্রি’।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘জলি এলএলবি থ্রি’ ভারতে আয় করেছে ১২.৫০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ২১ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৬ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।

২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কিস্তি পরিচালনা করেন সুভাষ কাপুর। তৃতীয় কিস্তি নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।

‘জলি এলএলবি থ্রি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, হুমা কুরেশি, সীমা বিশ্বাস, রাম কাপুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT