টঙ্গী প্রতিনিধি || গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
মোহাম্মদ মামুন বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে, আগুন নেভাতে গিয়ে আমাদের চার সদস্য ও এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সেমি পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।