1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে সবুজ গালিচায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি নিছক একটি খেলা নয়; এ যেন ইতিহাস পাল্টানোর এক সুযোগ, এক দারুণ লড়াই। যেখানে বাংলাদেশ স্বপ্ন দেখছে সীমা ভাঙার, আর ভারত চাইছে নিজেদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রমাণ করতে।

ভারতের বর্তমান টি-টোয়েন্টি রূপটা যেন কোনো গল্পের নায়ক। ২০২৪ সালের শুরু থেকে তারা জিতেছে ৩৫ ম্যাচের ৩২টিতে। এ যেন পরিসংখ্যানের পাতায় রচিত দাপুটে কবিতা। পাকিস্তানের বিপক্ষে টানা জয় তাদের আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করেছে।

ভারতের শক্তি শুধু ব্যাটেই সীমাবদ্ধ নয়। দুবাইয়ের ধীরগতির উইকেট তাদের হয়ে যেন কথা বলে। এক ফ্রন্টলাইন পেসার দিয়েই পরিকল্পনা সাজায় তারা। প্রথম ওভারের আগুন ঝরানো বুমরাহ, মাঝপথে কুলদীপের ঘূর্ণি আর অক্ষরের নিখুঁত নিয়ন্ত্রণ। প্রতিপক্ষকে যেন জালে বেঁধে ফেলার মতো এক কৌশল।

তবে বাংলাদেশ তো চিরকালই স্বপ্ন দেখার দল। সুপার ফোরে আসার পথে শ্রীলঙ্কাকে হারানো সেই দৃঢ়তারই প্রমাণ। মাহেদী হাসান আর মোস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিং আট ওভারে তুলে নিয়েছিল পাঁচ উইকেট, থামিয়ে দিয়েছিল লঙ্কানদের রানের স্রোত। ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষেও সেই একই ছকই বড় ভরসা- ধীর পিচ, কাটা বল আর অপ্রত্যাশিত গতি পরিবর্তন।

বাংলাদেশের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়; এটি এক ধরনের চ্যালেঞ্জ, এক ধরনের আহ্বান। ২০১৯ সালের পর ভারতকে হারাতে পারেনি তারা। আজ যদি পারে, তবে শুধু ইতিহাসই নয়, ফাইনালের দরজাও খুলে যাবে উন্মুক্তভাবে।

ভারতের দিকে চোখ থাকবে সঞ্জু স্যামসনের দিকে। টপ অর্ডার জমজমাট বলে তাকে নামানো হচ্ছে মিডল অর্ডারে, যেখানে ব্যাট হাতে তিনি এখনও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। আজকের দিনে তার ব্যাটে যদি রান ঝরে, তবে ম্যাচের চিত্রই পাল্টে যেতে পারে।

বাংলাদেশের প্রত্যাশার কেন্দ্রবিন্দু মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তার কাটার আর ধূর্ত বোলিংই হতে পারে ভারতের মতো ব্যাটিং দানবদের সামনে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র।

আজকের ম্যাচে প্রশ্ন একটাই- বাংলাদেশ কি পারবে ইতিহাস বদলে দিতে? নাকি ভারত আবারও প্রমাণ করবে তাদের অপ্রতিরোধ্য শক্তি? দুবাইয়ের আকাশ হয়তো সেই উত্তর লিখে রাখবে, ক্রিকেটভক্তরা দেখবে এক নতুন অধ্যায়ের সূচনা অথবা পুরনো গল্পের পুনরাবৃত্তি।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT