খেলাধুলা ডেস্ক || এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে আগে ব্যাট করবে পাকিস্তান।
ইনজুরির কারণে ভারতের পর আজকের ম্যাচেও খেলতে পারছেন না লিটন দাস। এছাড়া ভারতের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন সাইফউদ্দিন, নাসুম ও তানজিদ হাসান। একাদশে এসেছেন তাসিকন আহমেদ, মাহেদী হাসান ও নুরুল হাসান সোহান। পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
টস জিতে বোলিং নেওয়ার বিষয়ে জাকের আলী জানিয়েছেন, তারা প্রথমে বল করে ভালো ফল পাচ্ছেন এবং সেই পরিকল্পনা বজায় রাখার ইচ্ছা রয়েছে। তিনি আরও বলেন, উইকেটটি শুকনো। টুর্নামেন্ট শুরুর আগেই তাদের মানসিক প্রস্তুতি ছিল চ্যাম্পিয়ন হওয়ার, এবং সেই লক্ষ্য এখনও অটল। আজকের ম্যাচে সাইফউদ্দিন, নাসুম ও তানজিদ খেলছেন না। পরিবর্তে দলে এসেছেন মাহেদী, তাসকিন ও নুরুল।
সালমান আগা বলেন, তিনি টস জিতলেও প্রথমে ব্যাটিংই করতেন। তার মতে, যখনই তারা ভালো রান তুলেছেন, তখনই ভালো ফল এসেছে। শ্রীলঙ্কাকে হারানো ছিল দারুণ, এবং সেই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি বলেন, দল এখন ছন্দে আছে এবং পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগী। পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই- আগের একাদশই মাঠে নামছে।
বাংলাদেশ তাদের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দুইটিতে পাকিস্তানকে হারিয়েছে, যার মধ্যে ছিল চলতি বছরের শুরুতে ঘরের মাঠে একটি সিরিজ জয়। তবে সামগ্রিক পরিসংখ্যানে চিত্রটা বেশ হতাশাজনক। পাকিস্তানের বিপক্ষে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টিতে।
তবে কি সাম্প্রতিক উত্থানই আজ রাতের গল্প লিখবে? নাকি পাকিস্তান অতীতের সাফল্যের ভরসায় নির্ভার থাকবে?
বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ:
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।