দিনাজপুর প্রতিনিধি || হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে, স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটিসহ আগামী ৩ অক্টোবর পর্যন্ত মোট আট দিন এই বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেছেন, পূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।