আন্তর্জাতিক ডেস্ক || মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির ডেমোক্রেট সদস্যরা ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত উচ্চবিত্ত সমাজের যৌন অপরাধী জেফরি এপস্টাইনের দৈনিক সময়সূচি প্রকাশ করেছেন। সেখানে দেখকা গেছে, এপস্টাইন রিপাবলিকান পার্টির দাতা এলন মাস্ক এবং পিটার থিয়েলের পাশাপাশি রক্ষণশীল মিডিয়া ভাষ্যকার স্টিভ ব্যাননের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলেন।
গুরুত্বপূর্ণ তদন্তকারী হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটরা শুক্রবার জানিয়েছেন, আগস্টে দাখিল করা কংগ্রেসনাল সমনের মাধ্যমে ৮ হাজার ৫৪৪টি নথি – ফোন বার্তা লগ, ফ্লাইট লগ, লেনদেনের রেকর্ড এবং দৈনিক সময়সূচি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তির সাথে থাকা একটি বিবৃতিতে বলা হয়েছে, দৈনিক সময়সূচিতে ‘জেফরি এপস্টাইনের সঙ্গে এলন মাস্ক, পিটার থিয়েল, স্টিভ ব্যানন এবং প্রিন্স অ্যান্ড্রুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্ভাব্য যোগাযোগের উল্লেখ রয়েছে। এটা প্রতিটি আমেরিকানের কাছে স্পষ্ট হওয়া উচিত যে জেফরি এপস্টাইন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এবং ধনী ব্যক্তিদের কারো কারো বন্ধু ছিলেন।’
ওভারসাইট কমিটির মুখপাত্র সারা গুয়েরেরো বিবৃতিতে বলেছেন, “প্রতিটি নতুন নথি তৈরি হওয়ায় নতুন তথ্য পাওয়া যাচ্ছে, কারণ আমরা বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি।”
বিবৃতি অনুসারে, নথিগুলোতে দেখা গেছে বিলিয়নেয়ার ভেঞ্চার ক্যাপিটালিস্ট থিয়েল এবং মিডিয়া ভাষ্যকার ব্যানন ‘এপস্টাইনের সাথে বৈঠকের সময়সূচি করেছিলেন।’ এপস্টাইনের কুখ্যাত দ্বীপ লিটল সেন্ট জেমস-এ টেক বিলিয়নেয়ার মাস্কের একটি ‘অসমাপ্ত ভ্রমণের’ কথাও উল্লেখ করা হয়েছে। এই দ্বীপটিতে অনেক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন।
নথিগুলোতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নামও উল্লেখ করা হয়েছে। তিনি ২০০০ সালে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচগামী একটি ফ্লাইটে এপস্টাইনের ব্যক্তিগত বিমানের যাত্রী হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
প্রসঙ্গত, এপস্টাইন ছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি জেলে আত্মঘাতী হন ২০১৯ সালে।