বিনোদন প্রতিবেদক || বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছিল। সেখানে জমা পড়েছিল পাঁচটি সিনেমা। সেখান থেকে এবার ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধায়নে গঠিত অস্কার বাংলাদেশ কমিটির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্র জমা নেওয়া হয়। নির্ধারিত ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। সেগুলো হলো- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এই পাঁচটি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি বাছাই করা হয়েছে।
নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি সত্যকাহিনি অবলম্বনে তৈরি, যেখানে কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার স্বামীর নির্যাতন থেকে মুক্তি এবং নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলা হয়েছে। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।
এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে অস্কার কমিটির সদস্যরা, আবেদনকৃত চলচ্চিত্রগুলোর প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।