1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || কিলিয়ান এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কায়রাত আলমাটিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে ফ্রেঞ্চ সুপারস্টারের এটি চতুর্থ হ্যাটট্রিক, আর তার সুবাদেই কাজাখস্তানের মাঠে ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

মাদ্রিদের ডার্বিতে আটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে ভরাডুবির পর ১৩ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে রিয়ালের জন্য এই ম্যাচটা ছিল একরকম মান-সম্মান ফেরানোর লড়াই। এদিন অবশ্য শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কোচ জাবি আলোনসো। তবে আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভরসা রেখেছিলেন এমবাপ্পেকেই। আর সেই আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন ফরাসি তারকা। একটি পেনাল্টি ও দুটো চোখধাঁধানো ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

ইনজুরিতে থাকা কারভাহালের অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ভিনিসিউস জুনিয়রের হাতে। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনিই। তবে বল জালে জড়াতে পারেননি। এরপর আর্দা গুলারের শট পোস্ট ছুঁয়ে বাইরে যায়। একের পর এক আক্রমণে কাঁপছিল কায়রাতের রক্ষণ। অবশেষে ভুল করে বসেন তাদের গোলরক্ষক শেরখান কালমুরজা। সতীর্থের ব্যাকহেড ভুলভাবে সামলাতে গিয়ে ফাউল করেন মাদ্রিদের তরুণ মাস্তান্তোনোর ওপর। আর সেখান থেকেই পেনাল্টি। ২৫ মিনিটে নিখুঁত স্পট কিকে এমবাপ্পে তুলে দেন প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাড়তি আত্মবিশ্বাসে খেলতে থাকে রিয়াল। ৫২ মিনিটে কুর্তোয়ার লম্বা কিক থেকে দুর্দান্ত চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। যদিও পরে একেবারে সহজ এক সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে সেটা আড়াল করে দেয় তার তৃতীয় গোল। ৭৩ মিনিটে রদ্রিগো ও গুলারের সমন্বয়ে আসা বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে তার ১৫তম গোল।

শেষদিকে আরও দুই গোল পায় রিয়াল। ৮৩ মিনিটে বদলি নামা কামাভিঙ্গা হেডে করেন চতুর্থ গোল। আর যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের শটে বড় জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসের।

ডার্বির হতাশা ঝেড়ে ফেলে ইউরোপীয় মঞ্চে দুর্দান্ত ফুটবল খেলল রিয়াল মাদ্রিদ। আর এই দাপুটে জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। যিনি আবারও প্রমাণ করলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে রিয়ালের ভরসার নাম তিনি-ই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT