1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হামাসকে পরিণতি ভোগের হুমকি ট্রাম্পের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

হামাসকে পরিণতি ভোগের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মেনে নেওয়ার পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদেরকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তাদের অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্প লিখেছেন, “আমি বিলম্ব সহ্য করব না, যা অনেকেই মনে করেন, অথবা এমন কোনো ফলাফল যেখানে গাজা আবার হুমকি তৈরি করবে। চলুন এটি দ্রুত সম্পন্ন করি।”

গাজা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে হামাসের কাছে নিজের পরিকল্পনা পাঠিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার রাতে হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে রাজি এবং ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সব জিম্মি মুক্তির আলোচনায় যেতে প্রস্তুত। তবে গাজার শাসনভার তারা একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আরব ও ইসলামি সমর্থনে গঠিত স্বতন্ত্র (টেকনোক্র্যাট) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT