1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
থুনবার্গকে নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

থুনবার্গকে নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে
জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক || গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের ওপর নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলায় থাকা অধিকারকর্মীদের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শনিবার ইস্তাম্বুলে ফেরত পাঠানো ১৩৭ জন অধিকারকর্মীর মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান এবং অন্যান্য দেশের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুর্কি কর্মকর্তারা।

তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইসরায়েলি বাহিনীকে গ্রেটা থানবার্গের ওপর ‘নির্যাতন’ করতে দেখেছেন। তাকে ‘মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল’ এবং ‘ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল।’

মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকার নাগরিক উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা দুজনই অভিযোগ করেছেন যে থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে কুচকাওয়াজ করা হয়েছিল।

হেলমি বলেন,‘এটি একটি বিপর্যয় ছিল। তারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছিল।’

বিভার বলেন যে থানবার্গকে “ভয়ঙ্কর আচরণ” করা হয়েছিল এবং “প্রচারণার জন্য ব্যবহার করা হয়েছিল,” তিনি স্মরণ করেন যে কীভাবে তাকে একটি কক্ষে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যখন অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির প্রবেশ করেছিলেন।

ফ্লোটিলায় থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্টিনোও থুনবার্গের সাথে আচরণের কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, মাত্র ২২ বছর বয়সী। তাকে অপমান করা হয়েছিল এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছিল।”

অন্যরা গুরুতর দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন।

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেছেন, “তারা আমাদের সাথে কুকুরের মতো আচরণ করেছে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্ত রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি; আমাদের টয়লেট থেকে পান করতে হয়েছিল … দিনটি ছিল ভয়াবহ গরম, এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT