স্টাফ রিপোর্ট || বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেন। সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গঠনের সকল উপাদান ও পদক্ষেপ রয়েছে এই ৩১ দফায়। বাঙালি জাতির এই মহা ক্রান্তিকালে বিশৃঙ্খল অবস্থায় উক্ত ৩১ দফা দেশের জনগণ ও বিএনপি’র কর্মী সমর্থকদের নিকট পৌঁছানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে চলছে প্রচার ও কর্মশালা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে মতিঝিল থানা বিএনপি এজিবি কলোনি মাঠে এক বিশাল কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী,মেয়র রাজপথের নেতা মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি খন্দকার এনামুল হক এনাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কারা নির্যাতিত রাজপথের নেতা রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ হারুন সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মতিঝিল এলাকা বিএনপির বিপুল কর্মী সমর্থকগণ। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস কর্মশালায় ৩১ দফা উপস্থাপন করেন।