1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফের মা হতে যাচ্ছেন কমেডিয়ান ভারতী সিং - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ফের মা হতে যাচ্ছেন কমেডিয়ান ভারতী সিং

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং

বিনোদন ডেস্ক || ফের মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া দম্পতির এটি দ্বিতীয় সন্তান।

ভারতী সিং তার বেবি বাম্পের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কোনো পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছেন ভারতী। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন তার বর হার্ষ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমরা আবারো প্রেগন্যান্ট।”

এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভারতী-হার্ষ দম্পতি। অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” ফারাহ খান লেখেন, “আরে বাহ! অভিনন্দন।” অভিনেত্রী কাশ্মীরা শাহ লেখেন, “ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন।” নিয়া শর্মা লেখেন, “ এ খবরে হৃদয় হাসছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

কয়েক বছর প্রেম করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর লেখক হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী। ২০২২ সালের ৩ এপ্রিল পুত্র সন্তানের মা হন। এটি তাদের প্রথম সন্তান।

একই বছরের শেষের দিকে গর্ভধারণের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সেসময় তিনি জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা।

২০২৩ সালে অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন ভারতী। এসময় কারিনা কাপুরকে চমকে দিয়ে ভারতী বলেছিলেন—“আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর না কি খাবার কোনটি থেকে আপনি ১৫ দিন দূরে থাকতে পারবেন? জবাবে বলব, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকব।”

এসব কথা বলার পরই ভারতী বলেছিলেন, “আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।” অবশেষে ভারতীর সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই কমেডিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT