হাবিব আহমেদ চৌধুরী, লক্ষ্মীপুর, ৭ অক্টোবর ২০২৫ || মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ চলাকালে মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন, এবং এই অভিযানের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
এদিন ভোর ৫:৩০ টার দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন ২০নং চর রমনী মোহন ইউনিয়নের কাটাখালী সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চলাকালে পুলিশ সদস্যরা জানতে পারেন যে, কিছু জেলে মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর, আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং বে-আইনী জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলার সময় পুলিশের কনস্টেবল মোঃ মোবারক হোসেন ও কনস্টেবল ওম প্রকাশ দে আহত হন। হামলার পর, পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের আটক করেন। এ সময় ৮ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল, কাঠের বৈঠা এবং পোড়া মাটির চাক্কি জব্দ করা হয়।
অভিযানের সময়, দুটি নৌকায় থাকা আসামিরা পালানোর জন্য নদীতে লাফ দেয়, এবং এ সময় মোঃ হেলাল ও মোঃ বাবলু নামে দুজনের গুরুতর আহত হন। মোঃ হেলাল (২৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং মোঃ বাবলু (২৬) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুল হক এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলায় ধারা: ১৪৩/৩৩২/৩৫৩/৩৪ তৎসহ মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধনী-২০১৩)-এর ৫(১)/৫(২)(খ) অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্তৃপক্ষ।