খেলাধুলা ডেস্ক || নারী ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েও জয়ের হাসি উপভোগ করতে পারেননি ভারতের রিচা ঘোষ।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক একই পজিশনে নেমে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। বৃহস্পতিবার বিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচটি যেন দুই ৮ নম্বর ব্যাটারের অসাধারণ লড়াইয়ের এক রোমাঞ্চকর কাহিনি হয়ে রইল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুত ধসে পড়ে। ১০২ রানে ৬ উইকেট হারানোর পর যখন ইনিংস বিপর্যয়ের মুখে, তখন রিচা ঘোষ ব্যাট হাতে রক্ষা করেন দলকে। ৭৭ বলে ১১ চার ও ৪ ছক্কার ঝলকে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ২৫১ রানে। তার সঙ্গে স্নেহ রানার ৩৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল।
রিচার এই ইনিংস নারী ওয়ানডে ইতিহাসে এক বিশেষ জায়গা করে নিয়েছে। ৮ নম্বরে নেমে এত বড় ইনিংস আগে কখনো দেখা যায়নি। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়নের ৭৪ রানের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন এই ভারতীয় উইকেটকিপার ব্যাটার।
প্রোটিয়াদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ট্রায়ন নিজেই, তিনটি উইকেট নেন তিনি। এছাড়া মারিজ্যান ক্যাপ, ডি ক্লার্ক ও ম্লাভা নেন দুটি করে উইকেট।
২৫২ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপাকে পড়ে। ৮১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। অধিনায়ক লরা উলভার্ট একপ্রান্তে লড়াই চালিয়ে যান ৭০ রানে। তবে ম্যাচের গতিপথ পাল্টে দেন ৮ নম্বরে নামা নাদিনে ডি ক্লার্ক। তার ব্যাটে ঝড় ওঠে। শেষ দিকে মাত্র ৫৪ বলে ৮ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ৭ বল হাতে রেখে দলকে জয় এনে দেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটিও এক রেকর্ড, ৮ নম্বর পজিশনে নেমে এত বড় ইনিংস খেলে দলকে জেতাতে এর আগে আর কেউ পারেননি।
দক্ষিণ আফ্রিকার জন্য এটি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়, আর ভারতের জন্য শুরুর ধাক্কা সামাল দিতে না পারার কষ্টের হারের গল্প। ম্যাচ শেষে উভয় দলই স্বীকার করেছে এটি ছিল ‘৮ নম্বর ব্যাটারদের দ্বন্দ্বে ভরপুর এক অবিশ্বাস্য ম্যাচ’।