1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘ডিরেক্টর কোনদিন আর্টিস্ট পয়দা করতে পারেনা’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

‘ডিরেক্টর কোনদিন আর্টিস্ট পয়দা করতে পারেনা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে
যাহের আলভী

বিনোদন ডেস্ক || গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদনজগতে প্রবেশ করেন যাহের আলভী। পরে অভিনয়েই খুঁজে পান নিজের জায়গা। একের পর এক নাটকে অভিনয় করে ছোট পর্দায় নিজেকে প্রমাণ করেছেন যাহের আলভী। কয়েক বছর ধরে যেসব অভিনেতা-অভিনেত্রীদের নাটক ইউটিউবে মিলিয়ন ট্রেন্ডে থাকে, তাদের মধ্যে যাহের আলভী অন্যতম। এই অভিনেতার তিন শতাধিক নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়েছে। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। কিং প্রোডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন বেশ কটি নাটক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। ১১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে ডিরেক্টরদের একটি ভুল ধারণা ক্লিয়ার করতে চেয়েছেন তিনি।

যাহের আলভী লিখেছেন, ‘‘কিছু ডিরেক্টরদের একটা ভুল ধারণা ক্লিয়ার করি। ডিরেক্টর কখনো, কোনদিন আর্টিস্ট পয়দা করতে পারেনা। যদি পারতো তাহলে পৃথিবীতে আরো ৫০০ শাহরুখ খান, ৫০০ টম ক্রুজ, ৫০০ আলপাচিনো বা ডেপ, অথবা ৫০০ মোশাররফ করিম বা শাকিব খান থাকতো। আর্টিস্ট জন্মায়। জন্ম নেয়।’’

যাহের আলভী আরও লিখেছেন, ‘‘ডিরেক্টর আর্টিস্টকে শেপ দেয়। ডিরেক্টর হলো একজন আর্টিস্টের জন‍্য ইনস্টিটিউশন । যে কারনেই উন্নত ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরকে স‍্যার বলে সম্বোধন করা হয়। Director is the shaper of an artist, director is the institution for an artist… director is not a creator of artist…..Loud n clear …..’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT