হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামে নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুল সহিদ বাচ্চু (৪৬) নামের এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উলুকান্দি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মসজিদের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় মো. বাবুল (৫২) ও মুসল্লি আব্দুল সহিদ বাচ্চুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল সহিদ বাচ্চু ও তার ভাই জসিম উদ্দিনের সঙ্গে তাদের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৩), তার ভাগিনা মোশাহিদ (৩৩), দেওয়ান (২৫), মোজাম্মেল (৩০), বিল্লাল (২০) এবং মো. বাবুলের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় দুই পক্ষের লোকজন একে অপরকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত সহিদ বাচ্চুকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মোশাহিদ (৩৩), দেওয়ান (২৫), মোজাম্মেল (৩০), বিল্লাল (২০) ও মো. রফিকুল ইসলামকে (৪৩) আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নেয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”