1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আশুলিয়ায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
সেফটিক ট্যাংক বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারের আশুলিয়ায় সেফটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।

এর আগে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর টিনশেড বাড়ির সেফটিক ট্যাংক বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বানী রহমতুল্লাহর টিনশেড বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন- মো. রোহান (৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী বলেন, “গতকাল রাত ৩টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হন। আহত হন আরো পাঁচ জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।”

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT