টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকা অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার সকাল ১১টা থেকে মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নিয়েছেন তারা।
২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইলকে এই বিভাগে যুক্ত করার কথা ছিল। জেলাবাসীর আন্দোলনের মুখে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয় বিগত সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারও বিষয়টি নিয়ে আলোচনা করছে। ১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। সেখানে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নেন ও সমাবেশ করেন।
বক্তারা টাঙ্গাইলকে ময়মনসিংহের সঙ্গে অন্তর্ভুক্তির প্রস্তাব বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারী আকবর ও রাশেদ মিয়া জানান, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত আন্দোলন প্রতাহার করবেন।