1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

তানভীর আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তানভীর আহমেদ || ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরেই পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকে বড় উত্থান দেখা গেছে। তবে, দুপুর দেড়টার পর থেকে তা কমতে শুরু করে। একপর্যয়ে তা কমে নেতিবাচক অবস্থানে চলে আসে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৩৬ পয়েন্ট কমে ৯২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭২.৮৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

‎সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT